[IMG]http://forex-bangla.com/customavatars/993066769.png[/IMG]
চলতি বছরের জানুয়ারিতে টয়োটা মোটর করপোরেশনের গাড়ি উৎপাদন প্রায় ৯ শতাংশ বেড়েছে। গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো গাড়ি উৎপাদন বাড়লেও কভিড-সংক্রান্ত যন্ত্রাংশস্বল্পত য় ভুগছে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটি। সোমবার এক বিবৃতিতে টয়োটা জানায়, জানুয়ারিতে তাদের গাড়ি উৎপাদন হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯০ ইউনিট। পূর্ববর্তী বছরের একই মাসের চেয়ে যা ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। অবশ্য কোম্পানিটির ৭ লাখ গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে তা কম। জাপানের স্থানীয় বাজারে গাড়ি উৎপাদন ৩০ শতাংশ বেড়ে ২ লাখ ১১ হাজার ৫৭২ ইউনিটে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে টয়োটার গাড়ি বিক্রি ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯৮ ইউনিটে। এদিকে বিশ্ববাজারে টয়োটার গাড়ি বিক্রি হয়েছে ৭ লাখ ৯ হাজার ৮৭০ ইউনিট। আগের বছরের একই মাসের চেয়ে যা ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। জানুয়ারিতে টয়োটার মুনাফা প্রাক্কলনের চেয়ে বেশি হলেও কোম্পানিটির অর্থবছরের আয়ের পূর্বাভাসে তেমন পরিবর্তন হয়নি। মার্চে শেষ হওয়া অর্থবছরে জাপানভিত্তিক কোম্পানিটির পরিচালন মুনাফা ২ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়াতে পারে। চিপস্বল্পতা ও কভিড-সংক্রান্ত বিধিনিষেধে টয়োটাসহ বেশির ভাগ গাড়ি নির্মাতা কোম্পানিরই গাড়ি উৎপাদন হ্রাস পেয়েছিল।