[IMG]http://forex-bangla.com/customavatars/273844394.png[/IMG]
ক্রমবর্ধমান সুদের হার আর সম্ভাব্য মন্দা পরিস্থিতি বিবেচনায় সব বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) দাম কমাচ্ছে টেসলা। মূল্য ছাড়ের বিষয়টি নিয়ে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক বলেন, ‘*চলমান অবস্থায় তিনি অতিরিক্ত মুনাফা করার মানসিকতা ত্যাগ করেছেন।’ মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি তার মডেল থ্রি সেডানের দাম কমিয়েছে ১ হাজার ডলার। এছাড়া মডেল ওয়াই ক্রসওভারের দাম ২ হাজার কমানো হচ্ছে। এছাড়া টেসলার অন্যতম দামি মডেল এস ও মডেল এক্সের দাম কমানো হয়েছে ৫ হাজার। মডেল ওয়াইয়ের একটি নতুন বেস সংস্করণও চালু হয়েছে, যার দাম ৪৯ হাজার ৯৯০ ডলার। জানুয়ারির মাঝামাঝি লাইনআপজুড়ে মূল্যহ্রাসের পর চলতি বছর টেসলা দ্বিতীয়বারের মতো গাড়ির দাম কমালো। বৈদ্যুচ্চালিত যানবাহন নির্মাতাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে টেসলা। প্রতিদ্বন্দ্বী ফোর্ড কিংবা নতুন খেলোয়াড় রিভিয়ান অটোমোটিভ ও লুসিড গ্রুপের মতো প্রতিষ্ঠানের বিপরীতে টেসলার লাভের মার্জিন অনেক বেশি। নতুনেরা যেখানে বাজার থেকে মুনাফা তোলার জন্য রীতিমতো লড়াই করছে, টেসলা সেখানে ক্রমবর্ধমান মুনাফাতেই রয়েছে।
চলতি বছরের শুরুতে ব্যাপক হারে টেসলার প্রথম মডেলটির দাম কমানোর পর জানুয়ারিতে মাস্ক জানিয়েছিলেন, উৎপাদনের প্রায় দ্বিগুণ হারে পণ্যটির ক্রয়াদেশ পাচ্ছেন তারা। যদিও কোম্পানিটি এর সরবরাহ ও চাহিদার গতিশীলতা বজায় রাখতে পারেনি, চতুর্থ প্রান্তিকে সরবরাহ ৪ শতাংশ বাড়িয়েছে ও টেসলা গ্রাহকদের কাছে যা হস্তান্তর করা হয়েছে, তার চেয়ে প্রায় ১৮ হাজার বেশি গাড়ি নির্মাণ করেছে। মার্চের শুরুতে মডেল এস ও এক্সের মূল্যে দ্বিতীয় দফা ছাড়ের পর টেসলা চলতি প্রান্তিকে মাত্র ১০ হাজার ৬৯৫টি গাড়ি সরবরাহ করে, যা ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের পর সর্বনিম্ন।
তবে সাম্প্রতিক মূল্য ছাড়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, টেসলা এখন ওই গাড়িগুলোর প্রতিটির দাম কমিয়ে এনেছে ২০ হাজার ডলারে। বছরের শুরুতে এগুলোর দাম ছিল ৩৪ হাজার ডলার। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছরের শুরুতে চীনের বাজারে তাদের গাড়ির দাম কমিয়ে দেয়, যা বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে মূল্যযুদ্ধের সূত্রপাত ঘটায়। চীনের প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, মার্চে সাংহাইয়ের কারখানা থেকে মোট ৮৮ হাজার ৮৬৯টি যানবাহনের চালান আনে টেসলা। তবে চীনে টেসলার গাড়ির মূল্যের একটি উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। এখানে মডেল ৩ সংস্করণের দামের শুরু ২ লাখ ২৯ হাজার ৯০০ ইউয়ান বা ৩৩ হাজার ৪০০ ডলার দিয়ে। এছাড়া মডেল ওয়াইয়ের মূল্য শুরু হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৯০০ ইউয়ান থেকে।