আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশ। আগামী বছর সেটি ১ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে। তাতে ২০২৪ সালে প্রবৃদ্ধি দাঁড়াবে সাড়ে ছয় শতাংশে। এই ধারা বজায় থাকলে ২০২৮ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৩ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এমন পূর্বাভাসই দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের সপ্তাহব্যাপী বসন্তকালীন বৈঠক উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আইএমএফ সাধারণত পঞ্জিকা বর্ষের হিসাবে পূর্বাভাস দিয়ে থাকে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থবছরের হিসাবে পূর্বাভাস দেয়। ৪ এপ্রিল বাংলাদেশের উন্নয়নবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে। একই দিন এডিবি পূর্বাভাস দিয়েছে, প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ। যদিও সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সাড়ে ৭ শতাংশ।
[IMG]http://forex-bangla.com/customavatars/473399234.jpg[/IMG]