চলতি বছরের প্রথম প্রান্তিকে পোরশের গাড়ি বিক্রি ১৮ শতাংশ বেড়েছে। রেকর্ড বছরওয়ারি বিক্রির জেরে ২০২৩ নিয়ে বেশ আশাবাদী বিলাসবহুল এ গাড়ি নির্মাতা কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৮০ হাজার ৭৬৭ ইউনিট গাড়ি বিক্রি করেছে পোরশে। এর মধ্যে চীনে বিক্রি ২১ শতাংশ বেড়ে ২১ হাজার ৩৬৫ ইউনিটে দাঁড়িয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও গাড়ি বিক্রি বেড়েছে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানিটির। চাঙ্গা প্রথম প্রান্তিকে ভর করে পুরো বছর নিয়ে বেশ আশাবাদী পোরশে। ডেটলেভ ভন প্ল্যাটেন নামে কোম্পানিটির এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, বছরের শুরুটা চাঙ্গা হওয়ায় ২০২৩ সাল নিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1130721863.png[/IMG]