টানা পাঁচ দিনের ঈদের ছুটি শেষে সােমবার ফের লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। লেনদেন শুরুর প্রথম দিনে গতকাল ফ্লোর প্রাইসের ওপরে থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর প্রভাবে মূল্য সূচকও সাম্প্রতিক সময়ের তুলনায় বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। দেড় মাসের বেশি সময় পর আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৩ কোটি টাকার। এর আগে সর্বশেষ গত ৬ মার্চ ঢাকার বাজারে ৭২৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। ঈদের ছুটি শেষে দুই কার্যদিবসই ইতিবাচক ধারায় রয়েছে শেয়ারবাজার। তাতেই লেনদেনের উন্নতি ঘটেছে। লেনদেনের পাশাপাশি আজ সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৪ পয়েন্টে। এতে ডিএসইএক্স সূচকটি প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এর আগে সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ২৭১ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। [IMG]http://forex-bangla.com/customavatars/1054832086.jpg[/IMG]