মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রোটন হোল্ডিংস বিএইচডি গত এপ্রিলে ৯ হাজার ৪১৫টি গাড়ি বিক্রি করেছে, যা এক বছর আগের একই মাসের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বেশি। হরি রায়া অদিলফিত্রী ছুটির মৌসুমে বিক্রি ও উৎপাদন কমে যাওয়া সত্ত্বেও এমন চিত্র দেখা গেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। এক বিবৃতিতে প্রোটন জানায়, শীর্ষস্থানীয় পাঁচটি ব্র্যান্ডের মধ্যে তারাই একমাত্র প্রতিষ্ঠান, এপ্রিলে যাদের বিক্রি বেড়েছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম চার মাসে তাদের মোট গাড়ি বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭০২টি ইউনিট। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৯ দশমিক ৮ শতাংশ। গত মাসে মালয়েশিয়ার গাড়ি বাজারে প্রোটনের বাজার হিস্যা ছিল ২০ দশমিক ৪ শতাংশ। এতে মালয়েশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ গাড়ি বিক্রেতা কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। তবে মার্চে রেকর্ড বিক্রির পর এপ্রিলে মোট গাড়ি বিক্রি কমেছে ৪১ দশমিক ৪ শতাংশ। গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিক্রি কমে যাওয়ার কারণ শুধু ছুটির মৌসুম নয় বরং পেনজানা শুল্কমুক্ত প্রণোদনা প্রকল্পের সময় দেয়া ক্রয়াদেশগুলোর সরবরাহ শেষ হয়ে যাওয়াও এর একটি কারণ। প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও রসলান আব্দুল্লাহ বলেন, ‘*হরি রায়া ছুটির মৌসুমে পুরো অটোমোটিভ খাতের উৎপাদন ও বিক্রি কার্যক্রমে প্রভাব পড়েছে, তাছাড়া শুল্কমুক্ত সময়ের মধ্যে পাওয়া ক্রয়াদেশের অতিরিক্ত সময়কাল শেষ হয়ে যাওয়াও এর কারণ। আগেই আমরা পূর্বাভাসে বলেছিলাম এপ্রিলে গাড়ি বিক্রির সংখ্যা কমে আসবে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1869167660.png[/IMG]