মানুষ রোমাঞ্চপ্রিয়। ভ্রমণ করতে সে পছন্দ করে। আর ভ্রমণের সঙ্গে অ্যাডভেঞ্চার যুক্ত হলে তো সোনায় সোহাগা। কেবল কারে চড়ে ওপর থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মোহিত করে। জিপলাইনে ঝুলতে ঝুলতে স্লাইড করে যাওয়ার আকর্ষণও কম নয়। মানুষের এ প্রবণতাকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নিয়েছে ওমানের পর্যটন মন্ত্রণালয়।
[IMG]http://forex-bangla.com/customavatars/1480984675.png[/IMG]
অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় দেশটিতে আরো বেশি পর্যটক আকর্ষণ করতে এমন পরিকল্পনা নিয়েছে সে দেশের সরকার। এ পরিকল্পনায় ৪০টিরও বেশি নতুন প্রকল্প রয়েছে। এর মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশটিতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নিয়েছে উপসাগরীয় দেশটির সরকার। ওমানে ভ্রমণের জন্য পর্যটকরা সাধারণত সে দেশের শরৎকালকে বেছে নেয়। দেশটিতে শরৎকাল ‘আল খারিফ’ নামে পরিচিত। পরিকল্পনা অনুসারে, ওমানের বোটানিক্যাল গার্ডেনে কেবল কারের ব্যবস্থা করা হবে। ওমানের দোফার প্রদেশের ওয়াদি দারবাত অঞ্চলে জিপলাইন স্থাপন করা হবে। সম্প্রতি মুসান্দাম প্রদেশে একটি জিপলাইন উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ শারকিয়া প্রদেশের ওয়াদি শাব নামক গিরিখাতের ওপর একটি সাসপেনসন ব্রিজ তৈরি করা হচ্ছে। এ গিরিখাত স্বচ্ছ নীল পানিতে পরিপূর্ণ। ওমানে ভ্রমণ পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ওয়াদি শাব। অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে সুসংহত করার জন্য আরো অনেক পরিকল্পনা আছে ওমানের পর্যটন মন্ত্রণালয়ের। দেশটির ওয়াদি বনি খালিদ ও ওয়াদি আল আরবাঈন নামক প্রদেশ দুটিতে অনেক ঝরনা আছে। এ দুটি প্রদেশের মধ্যে মাউন্টেন ট্রেইল তৈরি করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ ট্রেইলের মাধ্যমে পর্যটক ও অ্যাডভেঞ্চারকামী মানুষ পার্বত্য অঞ্চল ও গিরিখাতগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবে। ওমানের বিভিন্ন অঞ্চলে এ রকম মোট ১৫টি মাউন্টেন ট্রেইল স্থাপন করা হবে।