মার্কিন বাজার থেকে প্রায় ১০ লাখ এসইউভি তুলে নিচ্ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। যাত্রার সময় চালকের এয়ারব্যাগ ইনফ্ল্যাটরে বিস্ফোরণের ঝুঁকির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। মার্কিন জাতীয় মহাসড়ক পরিবহন নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিশিগানে একটি শ্রেভোলেট ট্রিভার্স দুর্ঘটনার কবলে পড়লে সামনের সিটে থাকা চালকের এয়ারব্যাগ ইনফ্ল্যাটরে বিস্ফোরণ ঘটে। তাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চালকের মুখ। গত ২৫ এপ্রিল তদন্তে গাড়ির সমস্যা চিহ্নিত হয়। তৃতীয় কোনো সমন্বয় প্রতিষ্ঠান জড়িত কিনা, তার অনুসন্ধান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্রি মালয়েশিয়া টুডে
[IMG]http://forex-bangla.com/customavatars/1985798292.png[/IMG]