ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়েতুলতে হবে।ফরেক্স মার্কেটে খুব সহজেই একাউন্ট্ খুলে ট্রেড করা যায় এবং এখানে কাজ করার ক্ষেত্রে কোন দ্বিতীয় পক্ষ থাকে না মানে নিজেই নিজের বস।এসব কারনে ফরেক্স মার্কেটের জনপ্রিয়তার দিন দিন বেরেই চলছে।কিন্তু সবাই এর পজেটিভ দিকটি দেখেই ভালো ভাবে না বুজেই এই মার্কেটে প্রেবেশ করে।এমন কি সোসাল মিডিয়া সব গুলো প্লাটফর্মে ফরেক্স মার্কেটের পজেটিব ভিডিও দেখে ফরেক্স মার্কেটে প্রবেশ করে।কিন্তু কিছু দিন পরে সব পরিষ্কার হয়ে যায়।আসলে ফরেক্স মার্কেটে টিকে থাকতে দক্ষতার প্রয়োজন হয়।নিজেকে ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে হলে।আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে।প্রথমে আপনাকে ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে দক্ষতা অর্জন ও একটি প্রফিটেবল স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে।এর পরে রিয়েল একাউন্ট্ ট্রেড করার সিদ্ধান্ত নিতে হবে।তবে এই পর্যায়ে আসতে কোন ট্রেডারের এক বছর আবার কোন ট্রেডারের আরো বেশী সময় লাগতে পারে।এক্ষেত্রে আপনি যদি প্রশিক্ষণ নেন তাহলে আপনার কম সময় লাগবে।আর নিজেই শেখার চেষ্টা করলে সময় বেশি লাগবে।