ফরেক্স মার্কেটে নেগেটিভ দিকগুলো বলতে আমরা কি বুঝি।ফরেক্স সম্পর্কে ভালোভাবে না জেনেশুনেই আমরা ইনভেস্ট করি এর সাথে সাথে মানিমেনেজমেন্ট ফ্যাক্টর অভার ট্রেড ছোট ইনভেস্ট ধৈর্য্যহীনতা ইত্যাদি ইত্যাদি।এগুলোই আমরা সাধারন ফরেক্স মার্কেটে এর নেগেটিভ দিকগুলো ধরে থাকি।কিন্তু আজকে আমি ফরেক্স মার্কেট এর এর চেয়েও ক্ষতিকর ও ভয়ংকর নেগেটিভ দিক তুলে ধরবো।আর ফরেক্স মার্কেট এর সেই ভয়ঙ্কর দিক হলো সোসাল মিডিয়া।আপনার সবাই নিশ্চয়ই আবেক হয়েছেন যে ফরেক্স মার্কেটে এর ভয়ংকর নেগেটিভ দিক সোসাল মিডিয়া কেন হবে।এই সোসাল মিডিয়ার মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এসেছি।এই সোসাল মিডিয়ার মাধ্যমে আমি স্টেপবাই স্টেব ফরেক্স শিখছি।এই সোসাল মিডিয়া এর মাধ্যমে আজ একটু একটু করে লাভের মুখ দেখছি আবার লসও করছি।তবে আগের থেকে একটু বেটার আছি।কিন্তু সোসাল মিডিয়া কে নিয়ে আপনার চিন্তাধারা এক দম ভুল।এভাই আপনার অনেক সময় নষ্ট হবে কিন্তু আপনি কয়েক বছর আগে যে যাগায় ছিলেন সেখানেই থাকবেন।এখন আমি সোসাল মিডিয়া কিভাবে ফরেক্স মার্কেটে আপনাকে স্টাবিলিস হতে বাধা দিচ্ছে তা তুলে ধরার চেষ্টা করেছি।প্রথমেই বলবো সোসাল মিডিয়া শতকরা একশ ভাগের নিরানব্বই ভাগ ফরেক্স রিলেটেড চ্যালেন গুগো ইউটিউবার বা কেউ ফরেক্স শেখার চেষ্টা করছে।এরা ফরেক্স মার্কেটর উপর সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করে।কিন্তু একটি ভিডিও এদের লাইভ চার্ট করে না।সবগুলো ব্যাক চার্ট দেখে করে।আর আমরাও সেগুলো দেখে মনে করি এইবার একটা মেজিক স্ট্র্যাটেজি পেয়েছি।কিন্তু কিছু দিন যাওয়ার পর সব উল্টা হয়ে যায়।আপনি কি কখনো সোসাল মিডিয়া ফরেক্স মার্কেটে এর নেগেটিভ দিকগুলো নিয়ে ভিডিও কন্টেন্ট দেখেছে।অবশ্যই না।আর এটাই বাস্তব।যদি সোসাল মিডিয়াতে ফরেক্স মার্কেটে নেগেটিভ দিকগুলো নিয়ে ভিডিও থাকতো তাহলে আমরা ফরেক্স মার্কেটে থেকে অনেক কিছু শিখতে পারতাম।সোসাল মিডিয়া আপনি এমন ভিডিও পাবেন যে খানে একটি সেম্পল মুভিং এভারেজ দিয়ে হাজার হাজার ডলার ইনকাম এর গল্প শুনাচ্ছে।আমি এখানে থেকে এত ডলার ওখানে থেকে এতো ডলার এই সিম্পল মুভিং এভারেজ দিয়েট্রেড করে প্রফিট করেছি।কিন্তু সিম্পল মুভিং এভারে কোন কোন কন্ডিশনে কাজ করে আবার কোন কোন কন্ডিশনে কাজ করে না সে বিষয়ে কোন আলোচনা নেই।শুধু একটি কমন কথা বলবে কনসলিডেশন মার্কেটে এটা কাজ করেনা।এটা বলেই সব উদ্ধার করবে।এগুলো দেখে হালকা আইডিয়া পাবেন কিন্তু দক্ষতা অর্জন করতে পারবেন না।আবার কেউ কেউ সোসাল মিডিয়া এর মাধ্যমে কোর্স করার নির্দিষ্ট কিছু অর্থ এর বিনিময়ে।কিন্তু থাদের স্টুডেন্ট এর কি হাল হয়েছে তার কোন খবর নেই।আসলে আমার এই পোস্ট যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।আসলে আমি বাস্তবতা থেকে পোষ্টি করেছি।