থাইল্যান্ডের পর্যটন আকর্ষণ ফুকেটে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৬০ লাখেরও বেশি পর্যটক এসেছে। এর মধ্যে সর্বোচ্চ পর্যটক এসেছে রাশিয়া থেকে। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ (টিএটি) ফুকেট অফিসের পরিচালক লের্চাই ওয়াংট্রাকুলদি জানান, জানুয়ারি-মার্চ নাগাদ সর্বোচ্চ পর্যটক আগমন হয়েছে রাশিয়া থেকে। তার পরই রয়েছে চীন, ভারত, অস্ট্রেলিয়া ও কাজাখস্তান। প্রায় ৬০ লাখ পর্যটক থাই অর্থনীতে ১৯ হাজার ৬০০ কোটি বাথ অবদান রেখেছে। থাইল্যান্ডে বর্ষাকাল শুরু হওয়ায় পর্যটক আগমন কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করছেন নীতিনির্ধারকরা। অফ সিজনে ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া ও আমেরিকা থেকে পর্যটক কমার পূর্বাভাস টিএটির। তবে স্বল্প দূরত্বের ভারত, মধ্যপ্রাচ্য ও তাইওয়ান থেকে পর্যটক বাড়তে পারে বলে আশা করছে তারা। এছাড়া কাজাখস্তান থেকে ফুকেটে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় কাজাখ পর্যটক বাড়তে পারে। চলতি বছরে ১ কোটি ২০ লাখ পর্যটক আশা করছে ফুকেট। ২০২২ সালে যেখানে ৯২ লাখ পর্যটক আগমন হয়েছিল।
[IMG]http://forex-bangla.com/customavatars/1565687329.png[/IMG]