বিক্রি বাড়াতে টেসলার বৈদ্যুতিক গাড়ির দাম কমানোর নগদ ফল পেলেন ইলোন মাস্ক। প্রতিষ্ঠানটি বলছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড সংখ্যক গাড়ি সরবরাহ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন বাজারে প্রতিদ্বন্দ্বীদে তুলনায় দাম কমিয়েছে টেসলা। এর আগে গত সপ্তাহে বিক্রি বাড়ার কথা জানায় চীনের প্রধান গাড়ি নির্মাতারা। সেখানেও এগিয়ে ছিল টেসলা। চলতি বছরের শুরুর দিকে টেসলা বস ইলোন মাস্ক জানান, কম মুনাফা মাধ্যমে বেশি বিক্রির নীতি কোম্পানির জন্য ‘সঠিক পছন্দ’।
গতকাল রোববার (২ জুলাই) টেসলা জানায়, দ্বিতীয় প্রান্তিকে তারা চার লাখ ৬৬ হাজার ১৪০টি গাড়ি সরবরাহ করেছে। যা এক বছর আগের তুলনায় ৮০ শতাংশ বেশি। কোম্পানিটি বলছে, একই সময়ে গাড়ির উৎপাদন বাড়িয়েছে। যা প্রায় চার লাখ ৮০ হাজার।
দাম কমিয়ে বিক্রি বৃদ্ধির এই যুদ্ধে সবচেয়ে অবদান রেখেছে টেসলার জনপ্রিয় দুটি গাড়ি মডেল থ্রি ও মডেল ওয়াই। চীনে দাম কমানোর পদক্ষেপকে ‘স্মার্ট সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান আইভস। তার মতে, এই কারণে টেসলা ব্যাপকভাবে সফল হয়েছে। উল্লেখ্য যে উত্তর আমেরিকার পর চীন টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার। [IMG]http://forex-bangla.com/customavatars/1293526385.jpg[/IMG]
গত এপ্রিলে টেসলা বলেছিল, বারবার দাম কমানোর ফলে লাভ কমে গেছে। তারপরও গাড়ির দাম স্থিতিশীল করার কোনো পরিকল্পনা নেই তাদের। দাম কমানোর এ ফল বছরের প্রান্তিকেও পায় টেসলা। তারা বলেছিল, সামগ্রিক আয় এক বছর আগের থেকে প্রথম প্রান্তিকে প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। তবে একই সময়ে মূল্য হ্রাস এবং কাঁচামাল ও অন্যান্য পণ্যের উচ্চ খরচের কারণে মুনাফা কমেছিল ২৪ শতাংশ। আগামী ১৯ জুলাই দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে টেসলা।