টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে ৭ লাখ ৫০ হাজার সৌর প্যানেল স্থাপনের ঘোষণা দিয়েছে রেড সি গ্লোবাল (আরএসজি)। গিগা প্রকল্পটির প্রথম পর্যায়ের উদ্বোধনের জন্য পাঁচটি সৌর স্টেশনও নির্মাণ করা হয়েছে। যেখানে ১৬টি হোটেল, খুচরা দোকান ও বিনোদন কেন্দ্রও থাকবে। যার পুরোটাই হবে নবায়নযোগ্য বিদ্যুচ্চালিত। খবর
আরএসজি ঘণ্টায় ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিশ্বের বৃহত্তম ব্যাটারি মজুদ কেন্দ্র নির্মাণ করছে, যা কোম্পানিটিকে শতভাগ বিদ্যুতের চাহিদা নিশ্চিত করবে। পর্যটন কেন্দ্রটি ২০৩০ সালের মধ্যে ৫০টি রিসোর্ট পরিচালনা করার জন্য প্রস্তুত। যেখানে মূল ভূখণ্ডের ছয় অঞ্চল ও ২২টি দ্বীপে এক হাজার আবাসিক ভবনসহ মোট আট হাজার হোটেল কক্ষ থাকবে। নিওম গিগা প্রকল্পের পাশাপাশি ‘টেকসই উন্নয়নকে’ আরএসজি মূলনীতি হিসেবে নিয়েছে। তাই ২০৬০ সালের মধ্যে সৌদি আরবের কার্বন নিঃসরণ হার নেট-শূন্যে পৌঁছার লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। সৌদি প্রেস এজেন্সিকে আরএসজি সিইও জন প্যাগানো বলেছেন, বিশ্বের বৃহত্তম বিলাসী ভ্রমণের আগামী ঠিকানা হতে চলা এ পর্যটন কেন্দ্রের সম্পূর্ণ চালিকাশক্তির উৎস হবে সৌরবিদ্যুৎ। লোহিত সাগর পর্যটন প্রকল্পের দর্শনার্থীদের পরিবহনকারী সমস্ত যানবাহনও হবে সৌরশক্তিচালিত। লোহিত সাগর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আগমনের পর থেকে পর্যটন কেন্দ্রের মধ্যে এবং নিকটবর্তী দ্বীপগুলোতে তাদের চলাচলে ব্যবহৃত প্রতিটি বাহনই হবে সৌর বিদ্যুচ্চালিত।
[IMG]http://forex-bangla.com/customavatars/288193399.jpg[/IMG]