বাংলাদেশের শৌখিন গাড়িপ্রেমীদের জন্য ‘বিএমডব্লিউ এক্স ওয়ান ২০২৩’ মডেলের নতুন গাড়ি এনেছে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউয়ের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে স্পোর্টস অ্যাকটিভিটি ভেহিক্যাল (এসএভি) ক্যাটাগরির নতুন মডেলের গাড়িটি উন্মুক্ত করা হয়। গাড়িটির সামনের গ্রিলে গোলাকৃতি নকশার পরিবর্তে বর্গক্ষেত্রের নকশা ব্যবহার করা হয়েছে। হাই বিম অ্যাসিস্ট্যান্টস এডাপটিভ এলইডি হেড এবং ফগ লাইট, ওয়াই স্পোক স্টাইলের ১৮ ইঞ্চি অ্যালয় চাকা, লুকিং গ্লাসের প্রজেকশন এলইডিতে ‘এক্স ওয়ান’ ওয়েলকাম লোগোসহ গাড়িটির টেললাইটে (পেছনের লাইট) ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪ হাজার ৫০০ , ১ হাজার ৮৪৫ ও ১ হাজার ৬৪২ মিলিমিটার। গাড়িটির ওজন ১ হাজার ৪৮০ কেজি। ভূমি থেকে গাড়িটির উচ্চতা ২০৫ মিলিমিটার।
চার দরজা এবং পাঁচ আসনবিশিষ্ট এই গাড়িতে ১ হাজার ৪৯৯ সিসি বিএমডব্লিউ টুইন পাওয়ার টার্বো প্রযুক্তির ফ্রন্ট হুইল ড্রাইভ ইঞ্জিন রয়েছে। সাত গিয়ার স্টেপট্রনিক ডাবল-ক্লাচ সুবিধার গাড়িটিতে বিএমডব্লিউ অপারেটিং সিস্টেম ৮–এর সঙ্গে নতুন আইড্রাইভ সিস্টেম এবং ডিজিটাল কি এক্সেস সুবিধা ব্যবহার করা যায়। এক্স ওয়ানের অশ্বশক্তি ১৩৬ এইচপি এবং ২৩০ নিউটন মিটার (এনএম) পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। ফলে ৯.২ সেকেন্ডে গাড়িটি শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি তোলার পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ২০৮ কিলোমিটার গতিতে চলতে পারে।
[IMG]http://forex-bangla.com/customavatars/109573158.jpg[/IMG]