আমার খুব বেশিদিন হয়নি ফরেক্স ট্রেডিং শুরু করেছি । আমি গত ছয় মাস ধরে ফরেক্স ট্রেডিং করি । এখনও শুধু শেখার ওপর গুরুত্ব দিয়ে আসছি । *যেখানেই যা পাচ্ছি শিখতে চেষ্টা করছি । আশা করি ভবিৎষতে খুব ভাল ভাবে শিখতে পারব । আমার মূল লক্ষ্য হচ্ছে নিয়মিত প্রফিট করা । নিয়মিত প্রফিট করতে পারলেই আমি সন্তুষ্ট ।