স্মার্ট হোম যন্ত্রের নিরাপত্তা বাড়াতে ‘সাইবার ট্রাস্ট মার্ক’ সনদ চালু করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাইডেন প্রশাসনের এ উদ্যোগের ফলে স্মার্ট হোমের জন্য ব্যবহৃত ইন্টারনেট অব থিংস (আইওটি) বা ইন্টারনেটে সংযুক্ত হতে পারে এমন যন্ত্র সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। এ ছাড়া এসব যন্ত্রের সুরক্ষা পর্যালোচনা করে ‘সাইবার ট্রাস্ট মার্ক’ দেওয়া হবে। স্মার্ট হোমে ব্যবহৃত যন্ত্র যেমন স্মার্ট রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন, ফিটনেস ট্র্যাকার ইত্যাদিতে এই চিহ্ন (সাইবার ট্রাস্ট মার্ক) দেওয়া হবে। চলতি বছরের শেষে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি কনজ্যুমার গ্রেড রাউটারের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মান নির্ধারণ করবে। রাউটারের নিরাপত্তা দুর্বল থাকলে সাইবার অপরাধীরা হ্যাক করে বাসাবাড়িতে ব্যবহৃত অন্য স্মার্ট যন্ত্রে সাইবার হামলা চালাতে পারেন।
[IMG]http://forex-bangla.com/customavatars/2051508416.jpg[/IMG]