[IMG]http://forex-bangla.com/customavatars/1121364613.jpg[/IMG]
নতুন গাড়ি কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে টেসলা। বিষয়টি সম্পর্কে অবগত একজনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি মাসেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। টেসলা ভারতে একটি কারখানা তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। যেখানে ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি রফতানির জন্য কম দামে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরি হবে। ভারতে ইভি আমদানির কর কমানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয়ভাবেই ইভি তৈরিতে আহ্বান জানান সরকারি কর্মকর্তারা। এর অংশ হিসেবে টেসলার সঙ্গে আলোচনা এগোতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি।
গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গেলে টেসলার সিইও ইলোন মাস্কের সঙ্গে সাক্ষাৎ হয়। বিজনেস ম্যাগনেট মাস্ক তখন ভারতে মোটা অংকের বিনিয়োগ করবেন বলে ঘোষণা দেন। ওই বৈঠকের পর ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অনাষ্ঠেয় বৈঠকটি টেসলা ও ভারত সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কোনো আলোচনা হবে। টেসলার প্রতিনিধিরা সম্ভাব্য ভারতীয় প্লান্ট সম্পর্কে আলোচনায় বলেছেন, কোম্পানিটির বর্তমান সর্বনিম্ন অফার মূল্য থেকেও ভারতীয় প্লান্টে নির্মিত ইভির দাম অন্তত ২৫ শতাংশ কম থাকবে। মডেল ৩ সেডান চীনে মাত্র ৩২ হাজার ২০০ ডলারে বিক্রি করা হয়। ভারতে এর দাম পড়বে মাত্র ২০ লাখ রুপি বা ২৪ হাজার ডলার। চলতি মাসের শুরুর দিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নতুন টেসলা গাড়ির সর্বোচ্চ মূল্য ২৪ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে টেসলা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেট ভারতে মোট বিক্রীত যানবাহনের মধ্যে ইভির পরিমাণ ২ শতাংশের কিছু কম। মে মাসে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, টেসলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারত সফর করেছেন। তারা ভারতে গাড়ি ও ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনের বিষয়ে সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠক সম্পর্কে জানেন এমন দুজন নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, নয়াদিল্লিতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে চলমান আলোচনা চলতি মাসে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমজন রয়টার্সকে বলেন, টেসলার প্রতিনিধিরা ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে দেখা করতে প্রস্তুত। এবারের বৈঠকে তারা ইভি সাপ্লাই চেইন স্থাপন ও কারখানার জন্য জমি বরাদ্দ নিয়ে আলোচনা করবেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রশ্নের কোনো জবাব দেয়নি। বছরের শুরু থেকেই টেসলা আক্রমণাত্মকভাবে তার বর্তমান মডেলগুলোর দামে বেশ ছাড় দিয়ে আসছে। মাস্ক জানান, দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করে ইভির দাম কমিয়ে বিক্রি বাড়ানোর ওপর। টেসলা বলছে, তারা পরবর্তী প্রজন্মের গাড়ি উৎপাদন খরচ অর্ধেকে নামিয়ে আনবে। যার মধ্যে স্বচালিত রোবোট্যাক্সিসহ একাধিক মডেলের গাড়ি রয়েছে। তবে মডেলগুলোর বিশেষ ফিচারে কী থাকবে এবং দাম কেমন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।