আপনি ঠিকই বলেছেন। আমিও আপনার সাথে একমত । ফরেক্স মার্কেটে যারাই সিগনাল দেখে ট্রেড করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই সব সিগনাল যদি কাজে দিত তাহলে যারা সিগনাল দেয় তারা তো আপনার কাছে সিগনাল বিক্রয় না করে মার্কেটে ট্রেড করে বিলিয়নার হয়ে যেতে পারত । তাই আমি এগুলো ভূযা মনে করি । ধন্যবাদ ।