২০২৩ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে বেড়েছে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা, যা মহামারীপূর্ব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৫ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এ অঞ্চল। চলতি বছরে অঞ্চলটিতে বিদেশী পর্যটকের হার আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। এর আগে ২০১৯ সালের একই সময়ে দুবাইয়ে বিদেশী পর্যটকের সংখ্যা ছিল রেকর্ড ৮৩ লাখ ৬০ হাজার। তবে ২০২৩ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান ওই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে দর্শনীয় গন্তব্য হিসেবে নিজের অবস্থান সুরক্ষিত করতে দুবাই প্রতিশ্রতিবদ্ধ।
[IMG]http://forex-bangla.com/customavatars/611464121.jpg[/IMG]