বাজার থেকে স্বেচ্ছায় তুন্দ্রা মডেলের সব গাড়ি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে টয়োটা। ২০২২ ও ২০২৩ সালের তুন্দ্রা ও তুন্দ্রা ট্রাক সরিয়ে নেয়া হবে, যা এ বছর কোম্পানিটির জন্য সবচেয়ে বড় প্রত্যাহার ঘোষণা। সম্প্রতি দেয়া এক ঘোষণায় উৎপাদনকারী কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্রে থাকা ১ লাখ ৬৮ হাজার বাহনে প্লাস্টিকের ফুয়েল টিউব ব্যবহার করা হয়েছে। ব্রেক লাইনের সঙ্গে সংঘর্ষের ফলে এটি ক্ষয় হয়ে লিকেজ তৈরি করে। এ লিকেজ থেকে তেল বের হয়ে ইগনিশন থেকে অগ্নিকাণ্ড তৈরির আশঙ্কা রয়েছে বলে জানায় টয়োটা। দুর্ঘটনা এড়াতে সব বাহন প্রত্যাহার করে নেয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে ফুয়েল টিউব পরিবর্তন করে দেয়া হবে এবং সব জায়গায় পরিবর্তনের জন্য পার্টস সরবরাহ করা হবে। এছাড়া টয়োটার ডিলাররা ফুয়েল টিউবে ক্ল্যাম্প ও সুরক্ষার জন্য আলাদা আবরণ যুক্ত করে দেবে। এজন্য গ্রাহকের কাছে কোনো ফি নেয়া হবে না। তুন্দ্রার যেসব মালিক ত্রুটিযুক্ত পার্টসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অক্টোবরের মধ্যে কোম্পানির পক্ষ থেকে জানানো হবে বলে সূত্রে জানা গেছে। গাড়ির মালিকরা টয়োটা ডট কম স্ল্যাশ রিকল ঠিকানায় প্রবেশ করে প্রত্যাহারের তালিকায় নিজেদের নাম আছে কিনা তা দেখতে পারবে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1956575460.jpg[/IMG]