২০৩৩ সালের মধ্যে বৈশ্বিক পর্যটন অর্থনীতি ১৫ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। বৈশ্বিক অর্থনীতিতে খাতটির হিস্যা বেড়ে দাঁড়াবে ১১ দশমিক ৫ শতাংশ। ২০৩৩ সালের মধ্যে খাতটি সম্প্রসারিত হয়ে দাঁড়াবে মহামারীর আগের বছর ২০১৯ সালের তুলনায় ৫০ শতাংশ বেশিতে। দেশে দেশে পর্যটন খাতের প্রণোদনামূলক পদক্ষেপ অনুকূল পরিবেশ এবং চীনা নাগরিকদের পর্যটন প্রবণতা এ সম্প্রসারণে ভূমিকা পালন করবে। সম্প্রতি এমনটাই পূর্বাভাস দিয়েছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল (ডব্লিউটিটিসি)। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
ডব্লিউটিটিসি আগামী ১০ বছরের পর্যটন পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিয়েছে। সেখানে উঠে এসেছে বিশ্বের প্রধান পর্যটন বাজার ও অর্থনীতি নিয়ে। জিডিপিতে অবদানের ভিত্তিতে মহামারীর আগে বিশ্বের প্রধান পাঁচ পর্যটন অর্থনীতি ছিল যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও জাপান। বর্তমান উপাত্তে জাপান টপকে গেছে যুক্তরাজ্যকে। সেরা দশের তালিকায় রয়েছে ফ্রান্স, মেক্সিকো, ইতালি, ভারত ও স্পেনের নামও।
[IMG]http://forex-bangla.com/customavatars/2109221194.jpg[/IMG]