আগামী কয়েক বছরের মধ্যেই সুপারচার্জার খাত হাজার কোটি ডলারের ব্যবসায় পরিণত হতে যাচ্ছে টেসলার জন্য। বিনিয়োগপ্রতিষ্ঠা ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ডান ইভস দাবি করেছেন, টেসলার সুপারচার্জার ব্যবসাপ্রতিষ্ঠান ির মোট আয়ের ৩-৬ শতাংশে উন্নীত হবে ২০৩০ সালের মধ্যে, বাজার মূল্যে যা ১-২ হাজার কোটি ডলার। টেসলার উত্তর আমেরিকায় নর্থ আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড (এনএসিএস) এরই মধ্যে কয়েকটি বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/704589050.jpg[/IMG]