জাপানে টয়োটা অ্যাসেম্বলি প্লান্টে আবার উৎপাদন শুরু করেছে। উৎপাদন ব্যবস্থার ত্রুটির কারণে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারা জানায়, টয়োটা তার গাড়ির বাজারে ১২টি প্লান্টের ২৫টি উৎপাদন লাইনে বুধবার সকালে কাজ শুরু করেছে এবং বাকি দুটি প্লান্টের উৎপাদন বিকালে শুরু হয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, ১৪টি প্ল্যান্ট থেকে টয়োটার মোট বৈশ্বিক উৎপাদনের এক তৃতীয়াংশ আসে। টয়োটা বিক্রির দিক থেকে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠ ন। চলতি বছরের প্রথমার্ধে জাপানে গাড়ির উৎপাদন ২৯ শতাংশ বেড়েছিল, যা দুই বছর পর এই প্রথম বৃদ্ধি। জাপানে ডাইহাটসু ও হিনো ছাড়া টয়োটা গড়ে দৈনিক ১৩ হাজার ৫০০ যানবাহন উৎপাদন করত। গত বছর প্রতিষ্ঠানটির একটি সরবরাহকারীর ওপর সাইবার অ্যাটাক হলে টয়োটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই একদিনের ব্যাঘাতের ফলে প্রায় ১৩ হাজার গাড়ি উৎপাদন কমে গিয়েছিল।
[IMG]http://forex-bangla.com/customavatars/1947535314.jpg[/IMG]