খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (সাবেক টুইটার) মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যুক্ত করছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার অর্থ লেনদেন (পেমেন্ট) সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে এক্স। নতুন এ সুবিধা চালু হলে অর্থ স্থানান্তরের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পেপ্যাল’ ও ‘ভেনমো’-এর আদলে এক্স থেকেই বিভিন্ন পণ্যের মূল্য পরিশোধসহ অর্থ আদান-প্রদান করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1733270713.png[/IMG]