[IMG]http://forex-bangla.com/customavatars/134373090.jpg[/IMG]
বিশ্ব অর্থনীতি নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি ছাড়াও উচ্চ সুদহার বিরূপ প্রভাব ফেলছে। দৈনন্দিন জীবনযাপন ও ব্যয় সংকুচিত হলেও বিলাসী গাড়ি ক্রয়ে অতিধনীদের আগ্রহ একটুও কমেনি। গাড়ির চাহিদা থাকায় ল্যাম্বরগিনি, ফেরারি, বেন্টলি থেকে শুরু করে রোলস-রয়েসের মতো কোম্পানির আয়ও ঊর্ধ্বমুখী। গত বছর ল্যাম্বরগিনি প্রথমবারের মতো ১০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে এবং ফেরারির আয় ১৭ শতাংশ বেড়েছে। তবে নির্দিষ্টসংখ্যক গ্রাহকের কাছে নির্ধারিত মডেলের গাড়ি বিক্রির মাধ্যমে মুনাফা অর্জনও সহজ নয়। যে কারণে বিভিন্ন মডেলের গাড়ির ডিজাইন থেকে শুরু করে ইন্টেরিয়র বা ভেতরের অংশ পরিবর্তন করা অতি ধনীদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ডিজাইনের পাশাপাশি গাড়িটি যেন অন্যদের তুলনায় আলাদা হয়, সেটি এখন ক্রেতাদের চাহিদার শীর্ষে। এমনকি অতিধনী ক্রেতাদের জন্য কোম্পানিগুলো খুব কমসংখ্যক গাড়ি তৈরি করছে। সাধারণ হিসেবের বাইরে ল্যাম্বরগিনি, রোলস-রয়েস ও বেন্টলি কাস্টমাইজড গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড করেছে। এমনকি কিছু গাড়ি কোম্পানির লাক্সারি মডেলের দামের তুলনায় দ্বিগুণ বেশি।