১৯০০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় গাড়ি প্রস্তুতকারক ম্যাক ট্রাক। ১৮ চাকার ডিজেল ইঞ্জিনের বিশালদেহী গাড়িটির পরিচিত ট্রেডমার্ক হলো বুলডগ। আইকনিক এ প্রতীক সোনালি রঙ থেকে ২০২১ সালে ধূসর রঙে পরিবর্তন হয়, যা একটি নতুন যুগে প্রবেশের ইঙ্গিতও। ওই বছরই ব্যাটারিচালিত গাড়ির জগতে পা রাখে ম্যাক ট্রাক। তাদের উদ্ভাবিত হেভি-ডিউটি এলআর ইলেকট্রিক ট্রাক কোনো ধরনের গ্রিনহাউজ গ্যাসের উপদ্রব ছাড়া সচল রয়েছে সড়কে। নিউইয়র্ক থেকে মিয়ামিসহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে এ গাড়ির দেখা মেলে। উত্তর আমেরিকায় ধীরে ধীরে এ ট্রাকের বিস্তৃতি ঘটছে বলে জানান ওই অঞ্চলের প্রধান জোনাথন রানডাল। নর্থ ক্যালিফোর্নিয়ার গ্রিনসবরোতে ম্যাক ট্রাকের সদর দপ্তর। তবে মূল মালিকানায় বহাল নেই, এখন সুইডেনের ভলভো গ্রুপের অংশ। ভলভো ট্রাকসের গাড়ি হিসেবে এটি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। ২০২৩ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, ওই বছর ১২৪টি নতুন ম্যাক ট্রাকের অর্ডার পাওয়া গেছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪৪, অর্থাৎ এক বছরে অর্ডার বৃদ্ধির হার ২০০ ভাগ। বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে সতর্কতার এ সময়ে হেভি-ডিউটি ইলেকট্রিক ট্রাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রজুড়ে ১০ হাজার ২৬৫টি মিডিয়াম ও হেডি-ডিউটি বিদ্যুচ্চালিত ট্রাক সড়কে নামে। আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৯৪৮। এর মধ্যে ম্যাকের হিস্যা কম হলেও বাজার বাড়ার বিষয়ে আশাবাদী শতবর্ষী এ ব্র্যান্ড।
[IMG]http://forex-bangla.com/customavatars/2040862297.jpg[/IMG]