চীনের মূল ভূখণ্ড থেকে পর্যটক কমে আসায় সম্প্রতি ইন্দোনেশিয়ার দিকে নজর দিয়েছে তাইওয়ান। স্বশাসিত দ্বীপটি ২০১৬ সালে চালু করে নিউ সাউথবাউন্ড পলিসি। এর আওতায় ২৭ কোটির বেশি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াসহ আরো ১৮টি দেশ থেকে পর্যটন বৃদ্ধির পদক্ষেপ নেয়া হয়েছে। ভ্রমণপ্রেমীদের কাছে আবেদন তৈরি করতে এরই মধ্যে নানা ধরনের ব্র্যান্ডিং কর্মসূচির উদ্যোগ নিয়েছে তাইওয়ান। ট্রাভেল এজেন্সিসহ অন্য স্টেকহোল্ডারদের নিয়ে নিয়মিত প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করছে তাইওয়ান। পাশাপাশি জাকার্তা ও তাইপের মধ্যে সরাসরি ফ্লাইট ও ইন্দোনেশিয়ানদের জন্য ভিসামুক্ত ভ্রমণ প্রোগ্রাম চালু করেছে। নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাইওয়ান গত বছর ইন্দোনেশিয়া থেকে প্রায় ২ লাখ ১ হাজার ৯৮০ জনের বেশি পর্যটক পেয়েছে। তাইওয়ানের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে রয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও সুস্বাদু খাবার। এছাড়া মুসলিম-বান্ধব রেস্তোরাঁ ও হোটেল ইন্দোনেশিয়ার পর্যটককে আকৃষ্ট করবে বলে আশা করছে তাইওয়ানের পর্যটন কর্তৃপক্ষ। কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ থাকার পর সম্প্রতি জাকার্তায় পর্যটন তথ্য কেন্দ্র আবার চালু করেছে তাইওয়ান। তবে জাপানের মতো পর্যটন গন্তব্যস্থলের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে হয়েছে তাইওয়ানকে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1819999559.jpg[/IMG]