ব্যবসা সম্প্রসারণে ২০২৪ সালে ৩ হাজার ৪৫০ কোটি পেসো বা ২০৫ কোটি ডলার বিনিয়োগ করবে মেক্সিকান রিটেইল কোম্পানি ওয়ালমেক্স। আগের বছরের তুলনায় যা প্রায় ১৯ শতাংশ বেশি। গতকাল কোম্পানির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। ওয়ালমেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকৃত অর্থের প্রায় ৪৫ শতাংশ বিদ্যমান স্টোরগুলো পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে এবং ২৯ শতাংশ অর্থ ব্যয় করা হবে নতুন স্টোর খোলা ও সম্প্রসারণে। এছাড়া ১৫ শতাংশ অর্থ ব্যয় করা হবে কোম্পানিটির সরবরাহ চেইন শক্তিশালী করতে এবং বাকি ১১ শতাংশ ই-কমার্সসহ নতুন প্রযুক্তি বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়েছে।
ওয়ালমেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গুইলহার্মে লরিরো গত মাসে জানিয়েছিলেন, ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এর অংশ হিসেবে ২০২৪ সাল নতুন স্টোর যুক্ত করার জন্য তাদের দ্রুততম বছর হতে যাচ্ছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/830059686.jpg[/IMG]