পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০-তে এগিয়ে থাকা বাংলাদেশ দল আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে। টানা দুই ম্যাচ জিতে নির্ভার বাংলাদেশ দল আজ দুটি পরিবর্তন নিয়ে খেলছেন। শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের জায়গায় দলে এসেছেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
[IMG]http://forex-bangla.com/customavatars/560336450.jpg[/IMG]
সফরকারী জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন। রিচার্ড এনগারাভা ও আইনস্লে এনদোলভুর জায়গায় একাদশে এসেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। প্রথম ম্যাচে আট উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আজ চট্টগ্রামে তৃতীয় ম্যাচ খেলে দুই দল ঢাকায় ফিরবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ফারাজ করিম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।