[IMG]http://forex-bangla.com/customavatars/219292392.jpg[/IMG]
জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড টাটা। এরই মধ্যে বাজারে একাধিক বৈদ্যুতিক গাড়ি এনেছে বাজারে। এবার বৈদ্যুতিক ট্রাক আনলো সংস্থাটি। টাটা এবার প্রথম মালবাহী গাড়ির মডেলের বৈদ্যুতিক ভার্সন নিয়ে এলো বাজারে। বাজারে এসেছে টাটা এসিই ইভি ১০০০। ১ টন পণ্য পরিবহন করার ক্ষমতা আছে এই নতুন বৈদ্যুতিক ট্রাকের। একবার চার্জ দিলে ১৬১ কিলোমিটার পথ যেতে পারবে এই বৈদ্যুতিক ট্রাক। টাটার এই নতুন ট্রাকে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও রাখা হয়েছে একেবারেই নতুন। ফেল্ট এডজ টেলিম্যাটিকস সিস্টেম-এর সঙ্গে অন্য আরও কিছু ফিচার্স জুড়ে গিয়েছে এই ট্রাকে। টাটা দাবি করছে যে, নতুন জিরো এমিশন মডেলের উপর নির্ভর করে এই নতুন ট্রাকটি বানানো হয়েছে।