বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে এক প্লাটফর্ম ব্যবহার করছে হোন্ডা মোটর ও সনি গ্রুপ। খরচ কমাতে সম্প্রতি ঐকমত্যে পৌঁছেছে এ দুই জাপানি গ্রুপ। এ যৌথ উদ্যোগের নাম সনি হোন্ডা মবিলিটি, সেখান থেকে উৎপাদন হবে আফেলা নামের বিলাসি গাড়ি ব্র্যান্ড। এর আওতায় ২০২৬ সাল নাগাদ উত্তর আমেরিকার বাজারে প্রথম বিদ্যুচ্চালিত গাড়িটি উন্মোচিত হবে। এছাড়া হোন্ডার জিরো সিরিজের ইভির বিকাশ ঘটছে ৬২ হাজার কোটি ডলার বিনিয়োগে তৈরি এ প্লাটফর্মে। মূলত চীনের সাশ্রয়ী ইভির সঙ্গে প্রতিযোগিতায় স্বল্প খরচ ও কম সময়ে গাড়ি তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে হোন্ডা ও সনি।
[IMG]http://forex-bangla.com/customavatars/616491178.png[/IMG]