[IMG]http://forex-bangla.com/customavatars/256523448.jpg[/IMG]
আর্থিক উত্থান-পতন ও সরবরাহ সংকটের মাঝে বাজারে এল টেসলার মডেল থ্রি লং-রেঞ্জ গাড়ির নতুন সংস্করণ। বেশ কয়েক বছর বাজারে ছিল না বিদ্যুচ্চালিত গাড়িটি (ইভি)। নতুন সংস্করণে ডিজাইন ও বেশকিছু ক্ষেত্রে অদলবদল ঘটেছে। এ মডেলের বিশেষত্ব হলো রেয়ার হুইল পাওয়ার। টেসলার ওয়েবসাইটে দেয়া তথ্যানুসারে, রেয়ার হুইল ড্রাইভের (আরডব্লিউডি) নতুন এ সংস্করণে খরচ কিছুটা কম পড়বে। অল-হুইল ড্রাইভ সংস্করণের তুলনায় রেয়ার হুইল পাওয়া যাবে ৫ হাজার ডলার কম দামে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে আসা মডেল থ্রি লং-রেঞ্জের নতুন সংস্করণের দাম রাখা হয়েছে ৪২ হাজার ৪৯০ ডলার, এর মধ্যে সরকারি প্রণোদনার অংকটিও যুক্ত। প্রণোদনা বাদ দিলে দাম পড়বে ৩৪ হাজার ৯০০ ডলার। তবে লং-রেঞ্জ অল-হুইল ড্রাইভ ও পারফরম্যান্স ভেরিয়েন্টসহ মডেল থ্রির অন্যান্য সংস্করণের দাম অপরিবর্তিত। সব মিলিয়ে রোবোট্যাক্সি উন্মোচনে বিলম্ব ও সাইবারট্র্যাক নিয়ে একাধিকবার খবরের মাঝে মডেল থ্রির নতুন সংস্করণের আবির্ভাব কোম্পানিটির জন্য বেশ ইতিবাচক। সম্প্রতি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) বিক্রির তথ্য দিয়েছে ইলোন মাস্ক মালিকানাধীন কোম্পানিটি। সেখানে দেখা যাচ্ছে, ২০২৩ সালের একই সময়ের তুলনায় গাড়ি সরবরাহ কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। অবশ্য বিদ্যমান পরিস্থিতির মধ্যে এর চেয়ে বিক্রি আরো বেশি কমার আশঙ্কা করা হয়েছিল। এ তিন মাসে ক্রেতাদের পাঠানো হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৯৬৫টি গাড়ি। এ সময় জানুয়ারি-মার্চ প্রান্তিকের চেয়ে সরবরাহ বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। সরবরাহ হ্রাসে লাগাম টানার ক্ষেত্রে ভূমিকা রেখেছে গাড়ির দাম কমানো ও প্রণোদনা সহায়তা। ২৩ জুলাই দ্বিতীয় প্রান্তিকের আয়ের রিপোর্ট প্রকাশ হলে পুরোপুরি বিষয়টি আরো স্পষ্ট হবে।