[IMG]http://forex-bangla.com/customavatars/2078943586.jpg[/IMG]
অডিসি শুনলেই মহাকাব্যিক যাত্রার কথা মনে পড়ে। কিন্তু গত ৩০ মে আয়ারল্যান্ডের বেলফাস্টের টাইটানিক কোয়ার্টার থেকে বিশ্ব ভ্রমণ শুরুর কথা থাকলেও তিন মাস ধরে ডকে পড়ে আছে মার্কিন ক্রুজ অডিসি। জাহাজের রুডার ও গিয়ারবক্সের সমস্যার কারণে সম্ভব হয়নি সমুদ্রযাত্রা। অডিসির কেবিনপ্রতি ৮ লাখ ৯৯ হাজার ডলার পর্যন্ত খরচ করা যাত্রীরা নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই চলে এসেছিলেন বেলফাস্টে। কিন্তু মাসের পর মাস ডকেই পড়ে আছে জাহাজ। আপাতত দিনের বেলায় জাহাজে কাটিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তারা। দিনের আলোয় খাওয়া-দাওয়া, সিনেমাসহ অন্যান্য বিনোদন উপভোগের ব্যবস্থা থাকলেও রাতে জাহাজে থাকার অনুমতি মেলেনি। যাত্রা বিলম্বিত হওয়ার কারণ হিসেবে খারাপ আবহাওয়াকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আসা হলি হেনেসি। তিনি বলেন, ‘জীবনে কখনো ছাতার এত ব্যবহার করিনি।’ প্রমোদতরিটি পরিচালনাকারী সংস্থা ভিলা ভি রেসিডেন্সেস জানিয়েছে, ভ্রমণ সম্পর্কে যাত্রীদের উদ্বেগ দূর করার যথাসাধ্য চেষ্টা করছে তারা। কোম্পানিটি প্রচারণায় বলেছিল, আধুনিক আবাসিক ক্রুজের নেতৃত্ব দেবে অডিসি। যেখানে কেউ চাইলে ১৫ বছর কেবিন ভাড়া নিতে পারেন। মাসিক খরচ ৯৯ হাজার ৯৯৯ থেকে ৮ লাখ ৯৯ হাজার ডলার পর্যন্ত। পাশাপাশি রাখা হয়েছিল ৩৫-১২০ দিনের কেবিন ভাড়ার সুযোগ। ১৯৯৩ সালে নির্মিত অডিসির ধারণক্ষমতা ৯২৯ যাত্রী। এর আটটি ডেকে তিনটি রেস্তোরাঁ, আটটি বার, চারটি লাউঞ্জ, একটি করে লাইব্রেরি, ব্যবসা কেন্দ্র, জিম ও স্পা রয়েছে। অন্যান্য সেবার মধ্যে রয়েছে লাইভ মিউজিক, লেকচার সিরিজ, ফিল্ম স্ক্রিনিং ও চিকিৎসা কেন্দ্র। ভিলা ভি রেসিডেন্সেসের প্রধান নির্বাহী মাইক পেটারসন বলেন, ‘এখন আমরা ডক ছাড়ার শেষ পর্যায়ে। আশা করি আগামী সপ্তাহে যাত্রা শুরু করতে পারব। এ যাত্রার প্রথমে আমরা ব্রেমারহেভেন, আমস্টারডাম, লিসবন অতিক্রম করব। এরপর ক্যারিবিয়ান সেগমেন্টের জন্য আটলান্টিক অতিক্রম করব।’ খবর দ্য গার্ডিয়ান ও ছবি ভিলা ভি রেসিডেন্সেস