[IMG]http://forex-bangla.com/customavatars/64297026.jpg[/IMG]
ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাস ও এ অঞ্চলের ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীর ওপর আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সরবরাহ বিঘ্নিত হওয়ার আশংকায় গতকাল টানা দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম নভেম্বরের সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৩ ডলার ১০ সেন্টে। গতকাল ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ১ ডলার শূন্য ৪ সেন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার ৫৮ সেন্টে।
অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৯৩ সেন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৯ ডলার ১১ সেন্টে।
খবর রয়টার্স, এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস।