ইউএসডি এর ক্ষেত্রে এনএফপি ও এফওএমসি, আন এমপ্লয়মেন্ট রেট খুব জরুরী। আমার দেখা মতে এনএফপি বা নন ফার্ম পে রোল ও এফওএমসি এই দুটি নিউজ মার্কেটে অনেক প্রভাব ফেলে। আর এই সময়ে মুল্য অনেক দ্রুত উঠানামা করে। এবং বিভিন্ন হাই ইম্প্যেকেন্ট নিউজ ও জেনে রাখা জরুরি।