[IMG]http://forex-bangla.com/customavatars/435289887.jpg[/IMG]
ভ্রমণ অবশ্যই মজাদার অভিজ্ঞতা, তবে কখনো কখনো এটি কিছু জটিলতা ও অসুবিধা তৈরি করতে পারে। তবে আজকের যুগে অনেক সমস্যারই সহজ সমাধান দিতে পারে প্রযুক্তি। ভ্রমণকে সহজ ও আরামদায়ক করতে কিছু দরকারি গ্যাজেটের কথা এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব। এগুলো ছোট ও হাতে বহনযোগ্য, যা সহজেই ব্যাগেও রাখা যায়—
ভ্রমণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট পাওয়ার ব্যাংক। অপরিচিত কোনো শহরে গিয়ে ফোন বা ট্যাবলেটের চার্জ শেষ হয়ে গেলে বড় বিপদে পড়তে হয়। প্রযুক্তিবিদদের মতে, ১০ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক সবচেয়ে ভালো। কারণ এর মাধ্যমে ফোন দুই-তিনবার চার্জ দেয়া যায়। কিছু পাওয়ার ব্যাংকে একাধিক পোর্ট থাকে, যা দিয়ে ফোন, ইয়ারবাড ও অন্যান্য ডিভাইস চার্জ করা যায়।

নয়েজ ক্যানসেলিং ইয়ারবাড বা হেডফোন

কোলাহলপূর্ণ রাস্তা কিংবা পরিবেশে অতিরিক্ত শব্দ থেকে সুরক্ষা দিবে নয়েজ ক্যানসেলিং ইয়ারবাড বা হেডফোন। এগুলোয় এএনসি (অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন) নামে বিশেষ প্রযুক্তি থাকে, যা আশপাশের শব্দ শনাক্ত করে ও অ্যান্টি-নয়েজ তৈরি করে। ফলে বাইরের আওয়াজ বন্ধ হয়ে যায় বা অনেকটা কম শোনা যায়। কেবল গান বা পডকাস্ট শোনার জন্যই নয়, এ গ্যাজেটগুলো স্ট্রেস কমানোর জন্যও সহায়ক।

লাগেজ ট্র্যাকার

ঘুরতে গিয়ে লাগেজ হারানো মানসিক চাপের কারণ হতে পারে। তবে প্রযুক্তির কল্যাণে এটি খুঁজে পাওয়া এখন বেশ সহজ। যদি ব্যাগে একটি ট্র্যাকার লাগানো যায়, এটি হারিয়ে গেলে সহজেই খুঁজে পাওয়া যাবে।

ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ

ডিজিটাল ফাইল ধারণার চেয়েও বেশি জায়গা নিতে পারে, বিশেষ করে ভ্রমণের সময়। তাই ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট সংরক্ষণ করতে একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা একটি এক্সটারনাল এএসডি বহন করা ভালো। দ্রুত ও বেশি ফাইল সংরক্ষণ করতে এক্সটারনাল এএসডি ব্যবহারের পরামর্শ দেন প্রযুক্তিসংশ্লিষ টরা। ইউএসডি ফ্ল্যাশ ড্রাইভ ছোট কাজের জন্য উপযোগী, যেমন ডকুমেন্ট ও ছবি সংরক্ষণ করা। এখানে ব্যাকআপের প্রয়োজন নেই।
ডিজিটাল ওয়েইং স্কেল
এয়ারলাইনসে ব্যাগেজের ওজন নিয়ে কড়া নিয়ম থাকে। ব্যাগ বেশি ওজন হলে অতিরিক্ত ফি দিতে হয়। তাই একটি পোর্টেবল ডিজিটাল স্কেল এ সমস্যা এড়াতে সাহায্য করতে পারে। এ গ্যাজেট দিয়ে ঘরে বসেই ব্যাগের ওজন মাপা যায়। ভ্রমণে একটি হালকা ওজনের ডিজিটাল স্কেল সহজেই ব্যাগে রাখা যায়।
ট্রাভেল অ্যাডাপ্টার

আন্তর্জাতিকভাবে ভ্রমণের সময় দেখা যায়, বিভিন্ন দেশ প্রায়ই বিভিন্ন ধরনের পাওয়ার প্লাগ ব্যবহার করে, ফলে ডিভাইস চার্জ দেয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ট্রাভেল অ্যাডাপ্টার ব্যবহার করলে ডিভাইস যেকোনো জায়গায় চার্জ করা যায়। অনেক ভালো মানের অ্যাডাপ্টারে ইউএসবি পোর্টও থাকে, যা একাধিক গ্যাজেট একসঙ্গে চার্জ করতে সাহায্য করে।

হ্যান্ডহেল্ড বৈদ্যুতিক ফ্যান

যদি ভ্রমণের জন্য গ্রীষ্মকালীন দেশে যাওয়া হয়, তাহলে হ্যান্ডহেল্ড ফ্যান বেশ উপকারে আসতে পারে। সারা দিন হাঁটাহাঁটি করা কিংবা কোথাও লাইনে দাঁড়িয়ে থাকতে হলে এ গ্যাজেট কাজে লাগবে। এসব ফ্যান হালকা, রিচার্জযোগ্য ও প্রায়ই বিভিন্ন গতিতে চলে।