বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হচ্ছে আজ। সাত দলের এ আসরে আজ বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে নতুন নামে আসা দুর্বার রাজশাহী। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও।
[IMG]http://forex-bangla.com/customavatars/747207423.jpg[/IMG]

আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলের প্রথম পর্ব হবে ঢাকায়। এরপর ৬-১৩ জানুয়ারি সিলেটে দ্বিতীয় পর্ব, ১৬-২৩ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় পর্ব ও ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ফাইনাল পর্যন্ত খেলাগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিপিএলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টিকিটের দাম গতকাল জানিয়ে দেয়া হয়েছে। গ্র্যান্ডস্ট্যান ড ২ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তর ১ হাজার ও দক্ষিণ ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ (করপোরেট ব্লক) ১ হাজার, ক্লাব হাউজ (দক্ষিণ) ৫০০, ক্লাব হাউজ (নর্থ) ৫০০, দক্ষিণ গ্যালারি ৩০০, উত্তর গ্যালারি ৩০০ ও পূর্ব গ্যালারি ২০০ টাকা।