ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে পারলে আমি মনে করি অনেক ভাল করা যাবে ফরেক্স মার্কেটে। কারন কোন কিছুই এনালাইসিস ছাড়া করা যায় না তাই আপনি যদি ভাল করে ফরেক্স ট্রেড করতে চান তবে আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করেই তবে ট্রেড করতে হবে।
এককথায় ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারণ বা অনুধাবন করার একটা প্রক্রিয়া। আরো সহজ করে বলা যেতে পারে, কোন একটা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভেলুর যে পরিবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ বা বের করার যে একটা উপায় তা-ই হল ফান্ডামেন্টাল এনালাইসিস।
ফান্ডামেন্টাল এনালাইসিসের মুল মন্ত্র হল ভালো অর্থনীতিতে কারেন্সি ভেলু বাড়বে এবং খারাপ অর্থনীতিতে ভেলু কমবে, যেমনঃ ইন্টারেস্ট রেইট, এমপ্লয়মেন্ট সিচুয়েশন, ট্রেড ব্যালেন্সȷ,বাজেট, ট্রাজেরি বাজেট এবং গ্রস ডোমেস্টিক প্রডাক্ট ইত্যাদির বিভিন্ন প্রভাবই হল বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল ইস্যু। আরো যেসব বিষয় ফান্ডামেন্টালএনা াইসিসের আওতায় পড়ে সেগুলো হলঃ
১। গভমেন্ট ক্রাইসিস।
২। সরকার বা মন্ত্রী পরিষদের বড় কোন পরিবর্তন।
৩। দেশের অর্থনৈতিক সূচক প্রকাশনায়।
৪। আন্তর্জাতিক দ্ধন্দ
৫। ইলেকশন পুর্ববর্তী সময়।
৬। প্রাকৃতিক দুর্যোগ।
ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য খুব বেশি সন্দিহান না থেকে দু-তিনটি বিষয় ব্যবহার এবং বিবেচনায় আপনি সহজে এই এনালাইসিস করে পারেন। সেগুলা হলঃ
১। ইকোনমিক ডাটাঃ
২। গোল্ড
৩। অয়েল
৪। ইকোনমিক ক্যালেন্ডার