[IMG]http://forex-bangla.com/customavatars/1602231846.jpg[/IMG]
নরওয়ের বাজারের বড় অংশ দখলে নিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি)। দেশটির পাবলিক রোডস অ্যাডমিনিস্ট্রেশ ের (ওএফভি) তথ্যমতে, গত মাসে নিবন্ধিত নতুন গাড়ির প্রায় ৯৬ শতাংশই ছিল বিদ্যুচ্চালিত মডেলের। ওএফভির সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, দেশটিতে জানুয়ারিতে মোট নিবন্ধিত গাড়ির ৯৫ দশমিক ৮ শতাংশই ছিল বিদ্যুচ্চালিত। এ সময় মোট ৯ হাজার ৩৪৩টি নতুন গাড়ি বিক্রি হয়েছে, যার ৮ হাজার ৯৫৪টি ছিল সম্পূর্ণ বিদ্যুচ্চালিত। তবে রিচার্জেবল হাইব্রিড মডেলসহ বাজারে ইভির শেয়ার বেড়েছে ৯৬ দশমিক ৮ শতাংশ।

সংস্থার পরিচালক ওইভিন্দ সোলবার্গ থরসেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগে কখনো এমন পরিবর্তন দেখিনি। যদি বছরের বাকিটা সময় এভাবেই চলতে থাকে, তাহলে আমরা শিগগিরই শূন্য কার্বন নিঃসরণ করে এমন যানবাহন বিক্রির ২০২৫ সালের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাব।’

তিনি আরো বলেন, ‘কিন্তু আমরা যদি ১০০ শতাংশ বিদ্যুচ্চালিত গাড়ির লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে প্রণোদনা বাড়াতে হবে। এতে অন্য মডেলের তুলনায় ইভি বেছে নেয়া লাভজনক হবে।’

নরওয়েতে বিদ্যুচ্চালিত গাড়িতে কর মওকুফের নিয়ম রয়েছে। এ কারণে বাজারের অন্য মডেলের তুলনায় ইভি বেশি জনপ্রিয়তা পাচ্ছে। তাছাড়া টোল ছাড়, পাবলিক কার পার্কে বিনামূল্যে পার্কিং ও পাবলিক ট্রান্সপোর্ট ট্র্যাফিক লেন ব্যবহারের সুবিধাও পাওয়া যায়।

ওএফভি জানায়, গত মাসে সবচেয়ে বিক্রি হওয়া ৫০টি মডেলের মধ্যে মাত্র দুটি বাদে বাকি সবই ছিল বিদ্যুচ্চালিত গাড়ি। জানুয়ারিতে ডিজেলচালিত গাড়ির শেয়ার ছিল মাত্র ১ দশমিক ৫ শতাংশ এবং পেট্রলে আরো কম দশমিক ৪ শতাংশ।

সংস্থাটি আরো জানায়, সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মডেল ছিল টয়োটা বি জেড ফোর এক্স এবং এর পরে ছিল ফক্সওয়াগন আইডি ডট ফোর ও নিশান আরিয়া।

এদিকে গাড়ি প্রস্তুতকারকদের সংস্থা এসিইএ তথ্যানুসারে, বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে নরওয়ের সঙ্গে বিপুল ব্যবধানে পিছিয়ে রয়েছে ইউরোপের বাজার হিস্যা। ২০২৪ সালে ইউরোপের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ির শেয়ার ছিল ১৩ দশমিক ৬ শতাংশ, যা ২০২০ সালের পর প্রথমবারের মতো কমেছে। তবে ডিসেম্বরে ছিল ১৫ দশমিক ৯ শতাংশ।