[IMG]http://forex-bangla.com/customavatars/1068261218.jpg[/IMG]
২০২৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এ প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে জ্বালানি তেল-বহির্ভূত বিভিন্ন খাতের শক্তিশালী সম্প্রসারণ।
খবর দ্য ন্যাশনাল প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরে শেষ হওয়া নয় মাসে ইউএইর জিডিপি ১ লাখ ৩২ হাজার কোটি আমিরাতি দিরহাম বা ৩৫ হাজার ৯৪০ কোটি ডলারে পৌঁছেছে। এ সময় জ্বালানি তেল-বহির্ভূত অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৮ হাজার ৭০০ কোটি দিরহাম হয়েছে, যা দেশটির অর্থনৈতিক কার্যকলাপের প্রায় ৭৫ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির বাকি অংশে অবদান রেখেছে জ্বালানি তেল খাত।
এ বিষয়ে আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বলেন, ‘এ অব্যাহত প্রবৃদ্ধি দেশের অর্থনৈতিক নীতি ও কৌশলগুলোর সাফল্য আবারো প্রমাণ করেছে। এখানে গুরুত্ব পাচ্ছে অর্থনীতি বৈচিত্র্যকরণ, ব্যবসায়িক কার্যক্রমে নতুন সুযোগ ও নতুন অর্থনৈতিক খাতের সম্প্রসারণ। এ প্রচেষ্টাগুলো ইউএইর ২০৩১ ভিশনের সঙ্গে সংগতিপূর্ণ। এটি ২০৩১ সালের মধ্যে দেশের জিডিপি ৩ লাখ কোটি দিরহামে পৌঁছানোর এবং ইউএইকে নতুন অর্থনীতির জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে।’
জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসতে ইউএই সাম্প্রতিক দশকে প্রযুক্তি, নির্মাণ, পর্যটন, বাণিজ্য ও উদ্ভাবনের মতো খাতকে গুরুত্ব দিয়েছে। দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা ও নতুন ভিসা ক্যাটাগরি চালুর মতো বিভিন্ন সংস্কারের মাধ্যমে বৈশ্বিক পেশাদারদের আকর্ষণের উদ্যোগ নিয়েছে আরব আমিরাত।
ইউএইর জ্বালানি তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য গত বছর পৌঁছেছে রেকর্ড ৩ লাখ কোটি দিরহামে, যা ২০২৩ সালের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বেশি। কলম্বিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এ সময় ১৩ হাজার ৫০০ কোটি দিরহামের অবদান রেখেছে, যা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।
এ চুক্তিগুলোর লক্ষ্য শুল্ক হ্রাস ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ। ফলে ২০৩১ সালের মধ্যে জাতীয় রফতানি ৩৩ শতাংশ বৃদ্ধি এবং অর্থনীতিতে আরো ১৫ হাজার ৩০০ কোটি দিরহাম যোগ হতে পারে।
দুবাইয়ের ব্যাংক এমিরেটস এনবিডি জানিয়েছে, দেশটির জ্বালানি তেল খাত গত বছর ১ শতাংশ বেড়েছে এবং তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অর্থনীতি ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুসারে, চলতি বছর ইউএইর অর্থনীতি ৬ শতাংশ সম্প্রসারণ হতে পারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৫ দশমিক ১ শতাংশ সম্প্রসারণের পূর্বাভাস দিয়েছে।