[IMG]http://forex-bangla.com/customavatars/614813149.jpg[/IMG]
ক্যাডিলাক আশা করছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে কোম্পানির বিক্রীত প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি হবে পুরোপুরি বিদ্যুচ্চালিত (ইভি) মডেলের। প্রত্যাশার তুলনায় ইভি বিক্রি ধীরগতিতে বাড়লেও এ বিলাসবহুল গাড়ি নির্মাতা হালনাগাদ প্রযুক্তির লাইনআপ সম্প্রসারণ অব্যাহত রেখেছে। জেনারেল মোটরসের (জিএম) বিলাসবহুল ব্র্যান্ড ক্যাডিলাক ২০২৫ সালের শেষ নাগাদ পাঁচটি ইভি বাজারে আনবে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ তালিকার দুই এন্ট্রি-লেভেল ক্রসওভার মডেল এস্কালেড আইকিউ ও অপটিক। পাশাপাশি রয়েছে ক্যাডিলাক লিরিক, তিন-সারি বিশিষ্ট ভিস্টিক ক্রসওভার এবং ৩ লাখ ডলার মূল্যের বিলাসবহুল সেলেস্টিক কার। নতুন লাইনআপ ও বিক্রি প্রবৃদ্ধি বিষয়ে ক্যাডিলাকের মার্কেটিং ডিরেক্টর ব্র্যাড ফ্রাঞ্জ বলেছেন, ‘সত্যিই আমরা ভালো গতিতে এগোচ্ছি। এ গতি বজায় রাখব এবং ইভি চালুর উদ্দেশ্য শুধু অন্তর্দহন ইঞ্জিন (আইসিই) ও ইভি পোর্টফোলিওর মধ্যে বাজার ভাগ নয়, বরং ব্যবসা সম্প্রসারণ করা।’ তিনি আরো জানান, ক্যাডিলাক ২০২৫ সালে মোট মার্কিন বিক্রির ৩০-৩৫ শতাংশ পর্যন্ত ইভি থেকে অর্জনের লক্ষ্য রাখছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বেশি, ওই সময় ক্যাডিলাকের মার্কিন বাজারে ইভির বিক্রির হার ছিল ১৮ শতাংশ বা ২৯ হাজার ৭২ ইউনিট। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৬০ লাখ গাড়ি বিক্রি হয়েছিল, এতে ইভির হিস্যা মাত্র ৮ দশমিক ১ শতাংশ, যা বিশ্লেষকদের ১০ শতাংশ প্রত্যাশার তুলনায় কম। এর আগে ২০২৫ সালে পুরোপুরি ইভি খাতে চলে যাওয়ার কথা বললেও সম্প্রতি ক্যাডিলাক এ পরিকল্পনা বাতিল করেছে। কোম্পানিটি এখন বলছে, জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত পুরোপুরি গ্রাহকের চাহিদার ওপর নির্ভর করবে। তবে ক্যাডিলাক ইভি লাইনআপ বজায় রাখবে। মার্কিন বাজারে ক্যাডিলাকের বিক্রি ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে, এর প্রধান কারণ ২০২২ সালের শেষদিকে চালু হওয়া লিরিকের বিক্রি তিনগুণ বৃদ্ধি। ক্যাডিলাকের মডেলের মধ্যে বিশ্বের বৃহত্তম অল-ইলেকট্রিক এসইউভি এস্কালেড আইকিউর প্রারম্ভিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া অপটিক ও লিরিকের প্রারম্ভিক মূল্য যথাক্রমে ৫৫ হাজার ও ৫৯ হাজার ডলার। খবর ও ছবি সিএনবিসি