[IMG]http://forex-bangla.com/customavatars/212045858.jpg[/IMG]
ইনস্ট্যান্ট ক্যামেরা ইনস্ট্যাক্সের বৈশ্বিক বিক্রি ১০ কোটি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাপানের ফুজিফিল্ম করপোরেশন। প্রথম প্রজন্মের ইনস্ট্যাক্স ক্যামেরা বাজারে আসে ১৯৯৮ সালে এবং দ্রুত তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এখনো নিয়মিত নতুন মডেল বজায় রেখেছে ফুজিফিল্ম। ইনস্ট্যান্ট ছবি ছাপার সুবিধার কারণে স্মার্টফোনের যুগেও এ সিরিজের ক্যামেরা টিকে আছে, যাতে নস্টালজিয়াও কাজ করে। গত বছরের মার্চ পর্যন্ত এক বছরে ইনস্ট্যাক্স বিক্রি থেকে রেকর্ড ১০০ কোটি ডলার আয় হয়েছে। শতাধিক দেশ ও অঞ্চলে পৌঁছে যাওয়া এ ক্যামেরা থেকে আয়ের ৯০ শতাংশের উৎস আন্তর্জাতিক বাজার। খবর জাপান টুডে