[IMG]http://forex-bangla.com/customavatars/578451297.jpg[/IMG]
সম্পূর্ণ বিদ্যুচ্চালিত শেভ্রোলে কর্ভেট কনসেপ্ট কার প্রকাশ্যে এনেছে জেনারেল মোটরস (জিএম)। যুক্তরাজ্যে নতুন ডিজাইন স্টুডিওর উদ্বোধন অনুষ্ঠানে সম্প্রতি মডেলটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়। হালনাগাদ ডিজাইনের কর্ভেট দেখতে অনেকটা হাইটেক রেসিং কারের মতো। তবে সনাতনী ইঞ্জিনভিত্তিক কর্ভেট সিরিজের শুরুর দিকের অনুকরণে গাড়িতে কিছু ক্ল্যাসিক বৈশিষ্ট্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬৩ সালের স্টিং রে মডেল থেকে অনুপ্রাণিত স্প্লিট উইন্ডো। জেনারেল মোটরস কনসেপ্ট কারের এ মডেলকে ‘ডিজাইন স্টাডি’ হিসেবে বিবেচনা করছে। এখনই বাণিজ্যিক উৎপাদনের জন্য ডিজাইনটি প্রস্তুত নয়, আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাবে নকশা। তবে সংশ্লিষ্টদের আশা, এ প্রকল্প ইউরোপে জিএমের অন্যতম ব্র্যান্ড ক্যাডিলাকের বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবসা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে। সেই সঙ্গে ইউরোপীয় বাজারে কর্ভেটের ইভি সংস্করণ বিক্রির প্রস্তুতির অংশও এটি। ২০১৭ সালে তৎকালীন পিএসএ গ্রুপের (বর্তমান স্টেলান্টিস) কাছে ওপেল ব্র্যান্ড বিক্রি করে ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে নেয় জিএম। যুক্তরাজ্যে নতুন ডিজাইন স্টুডিও চালুর মাধ্যমে আবার ইউরোপে প্রবেশের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে এমন একসময় মডেলটি প্রকাশ্যে এল যখন মার্কিন শুল্কনীতি ঘিরে বিশ্ব অর্থনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা অটোমোবাইল বাজারেও অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ডিজাইন নিয়ে নতুন বাজারে প্রবেশ সহজ হবে না। সাধারণত নতুন প্রযুক্তি প্রদর্শন এবং বাজার যাচাইয়ের জন্য কনসেপ্ট কার আনা হয়। জিএম বলছে, ইভিতে কর্ভেট কারের ধারণাটি একটি বৈশ্বিক প্রকল্পের অংশ। চলতি বছরের মধ্যে আরো কিছু কনসেপ্ট মডেল উন্মোচন হতে পারে। ২০২২ সালে জিএম ঘোষণা দিয়েছিল, ২০৩৫ সাল নাগাদ তারা শুধু ইভি উৎপাদন করবে। এর অংশ হিসেবে একটি অল-ইলেকট্রিক কর্ভেট তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত শুধু ই-রে নামে হাইব্রিড মডেলই বিক্রি করছে কোম্পানিটি। মূলত ইভি বাজার প্রত্যাশার তুলনায় ধীরগতিতে সম্প্রসারণ হওয়ায় পরিকল্পনা পুনর্বিবেচনা করছে জিএম। খবর সিএনবিসি