আমার জানা মতে, যত গুলা ট্রেডিং কৌশল আছে তার মধ্য ২ টা কৌশল অনেক বেশি দামে বিক্রি হয়েছিল । ১.Andrews Pitchfork এর Action-Reaction Course যা ১৯৭০ সালে ১৫০-২৫০ ডলারে সেল হত 2. ichimoku ট্রেডিং কৌশল । গোইচি হোসোডা এটার জনক তিনি প্রথমে এটা ২০ বছর গোপন রেখেছিলেন পরে তার ৩ জন বন্ধুকে এটা শিখিয়েছিলেন ১০ বছর গোপন রাখার শর্তে । বিনিময়ে যে পরিমাণ ফিস নিয়েছিলেন তার পরিমান জানা যায় নি । শুধু এত টুকু জানা গিয়েছে যে, তা দিয়ে একটি বিলাস বহুল বাড়ি বানানো যেত । এই ichimoku ট্রেডিং কৌশল প্রায় গোপন রয়েছে । ichimoku আসল বই এর ৭ টি খন্ড রয়েছে তার মধ্য ৪ টি জাপানের বাজারে কিনতে পাওয়া যায় আর বাকি ৩ টি শুধু মাত্র জাপানের ডয়েশ লাইব্রারীতে পড়তে পারা যায় বিক্রি হয় না । উল্লেখ ichimoku কে যত প্রকার ট্রেডিং কৌশল আছে সব কিছু সারমর্ম বলা যায় । কারন, এই ট্রেডিং কৌশল এর মধ্য সব প্রকার ট্রেডিং কৌশল দেওয়া আছে । ইন্টারনেট এর শুধু গ্রাফিক্যাল অংশ পাবেন কিন্তু টাইম থিওরী,ওয়েব থিওরী,প্রাইজ টার্গেট থিওরী এগুলা নিয়ে খুব বেশি একটা তথ্য পাবেনা । ichimoku ওয়েভ থিওরী এলিয়েট ওয়েভ থেকে অনেক সহজ । টাইম থিওরী,গাণ ও আইসিটির সেশন থিওরী মত হলেও তুলনা মুলকভাবে অনেক সহজ । প্রাইজ টার্গেট থিওরী হল মার্কেট কত দূর যাবে তার একটি গানিতিক হিসাব যা অন্য ট্রেডিং কৌশল থেকে সহজ । পরবর্তী পোস্টে আমি আইসিমুক থিওরী গুলা নিয়ে পোস্ট দিব ।