[IMG]http://forex-bangla.com/customavatars/978097614.png[/IMG]
প্রতিবছরই সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। আর তাই আইফোন ১৭ সিরিজ কবে বাজারে আসছে—এ প্রশ্ন এখন প্রযুক্তিপ্রেমীদ র মুখে মুখে। কিন্তু নতুন মডেলের আইফোন আনার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো জানায়নি অ্যাপল। তবে অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানও জানিয়েছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসতে পারে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ ও আইফোন ১৭ এয়ার। প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রে পালিত হবে ‘লেবার ডে’। চলতি বছর সেটি পড়েছে ১ সেপ্টেম্বর। গারম্যান তাঁর ‘পাওয়ার অন’ নামের সাপ্তাহিক নিউজলেটারে লিখেছেন, অ্যাপল সাধারণত লেবার ডের ঠিক পরের সপ্তাহেই নতুন আইফোন উন্মোচন করে। সে হিসেবে এবারের ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। গত এক দশকের তথ্য বিশ্লেষণেও এই অনুমানের সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০ বছরে অ্যাপল ১০টি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছে, যার ৯টিই অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ব্যতিক্রম ছিল ২০২০ সাল। কোভিড-১৯ মহামারির কারণে প্রতিষ্ঠানটি সে বছর তাদের সময়সূচি পরিবর্তন করে।