[IMG]http://forex-bangla.com/customavatars/1984364276.jpg[/IMG]
বিশ্বের সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরির লক্ষ্যে আগামী পাঁচ বছরের ব্যবসায়িক পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্ িক ওপেনএআই। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটিরও বেশি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণে নতুন আয়ের উৎস, ঋণ অংশীদারত্ব এবং তহবিল সংগ্রহের উদ্যোগ নিচ্ছে।
ওপেনএআই-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটি সরকার ও ব্যবসার জন্য কাস্টমাইজড এআই পণ্য সরবরাহের পরিকল্পনা করছে। এছাড়া নতুন শপিং টুলস, ভিডিও তৈরির প্লাটফর্ম সোরা এবং এআই এজেন্টের মাধ্যমে আরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
কোম্পানিটি নিজেদের এআই অবকাঠামো সম্প্রসারণে ‘সৃজনশীল’ ঋণ সংগ্রহের পথ খুঁজছে এবং স্টারগেট ডাটা সেন্টার উদ্যোগের মাধ্যমে কম্পিউটিং সহায়তা সরবরাহকারীর ভূমিকা নেয়ার বিষয়টিও বিবেচনা করছে। ওপেনএআই নিজের মেধাস্বত্ব ব্যবহার করে নতুন এআই অবকাঠামো তৈরি, অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় অংশগ্রহণ এবং কনজিউমার হার্ডওয়্যার পণ্য চালুর কথাও ভাবছে। এর মধ্যে রয়েছে সাবেক অ্যাপল ডিজাইনার জনি আইভের সহযোগিতায় একটি এআই পরিচালিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডিভাইস।
এসব উদ্যোগ বাস্তবায়ন অপরিহার্য বলে মনে করছেন অনেকে। কারণ ওপেনএআইয়ের বর্তমান আয় এর খরচের তুলনায় কম। প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি ওরাকল, এনভিডিয়া, এএমডি ও ব্রডকম থেকে ২৬ গিগাওয়াটের বেশি কম্পিউটিং সক্ষমতা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বর্তমানে ওপেনএআই বছরে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার আয় করছে, যার ৭০ শতাংশ আসে চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন থেকে। তবে চ্যাটজিপিটির ৮০ কোটি নিয়মিত ব্যবহারকারীর মধ্যে মাত্র ৫ শতাংশ পরিষেবাটি সাবস্ক্রাইব করেছেন। ওপেনএআই এ সংখ্যা দ্বিগুণ করতে ভারত, বাংলাদেশসহ অন্যান্য দেশে সাশ্রয়ী সাবস্ক্রিপশনও চালু করেছে।
এপির তথ্যানুযায়ী, চ্যাটজিপিটিকে শুধু প্রশ্ন-উত্তরের টুল না রেখে একটি ভার্চুয়াল বিক্রেতায় পরিণত করতে চাইছে ওপেনএআই। কোম্পানির আয় বাড়ানোর এ লক্ষ্য পূরণে বিশ্বের বৃহত্তম রিটেইল চেইনগুলোর একটি ওয়ালমার্টের সঙ্গে হাত মিলিয়েছে ওপেনএআই। এ অংশীদারত্বের ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মধ্যে থেকেই সরাসরি ওয়ালমার্টের পণ্য কিনতে পারবেন।
কোম্পানি বিজ্ঞাপন চালুরও পরিকল্পনা করছে। তবে অল্টম্যান বলেছেন, বিজ্ঞাপন নিয়ে তারা সাবধান রয়েছে। পাশাপাশি এএমডি ও এনভিডিয়ার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এআই হার্ডওয়্যার ও ডাটা সেন্টার বিকাশে প্রযুক্তিগত সহযোগিতা পাওয়া যাবে।
ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান বলেন, ‘সাম্প্রতিক বিনিয়োগের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত লাভজনক হবে এবং এআই ব্যবসায় কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আস্থা আছে।’