এ বছর গ্রীষ্মে মুক্তি পায় কে-পপ ডেমন হান্টার্স। নেটফ্লিক্স এনেছে অ্যানিমেশনটি। দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায়। বিশেষত তরুণরা পছন্দ করেছে সিনেমাটি। এবার জানা গেল সিনেমাটির নতুন সংস্করণ আনা হচ্ছে। কে-পপ ডেমন হান্টারের লাইভ অ্যাকশন ও মিউজিক্যাল সিনেমা বানানো হবে। আপাতত প্রাথমিক পর্যায়ে আছে এ প্রকল্প।
[IMG]http://forex-bangla.com/customavatars/92158670.jpg[/IMG]