আমি যতদুর জানি যে ফরেক্স বর্তমানে বিশ্বব্যাপি অনলাইন প্লাটফ্রমে যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে তা একসময় এমন ছিলনা । সে সময় শুধু মাত্র কয়েকটা দেশে সীমাবদ্ধ করে ফরেক্স ট্রেড শুধু ধনীরা করতে পারত নানা ধরনের শর্তের বেড়াজালে তবে তা নিজের সীমা ভেদ করে বর্তমানে পৃথিবীর সকল দেশে একটা সুন্দর সিস্টেমে চালু আছে । রয়েছে অসংখ্যা ট্রেডার ।