আমি জানিনা যে ফরেক্স কবে এবং কোথায় প্রথম শুরু হয় । তবে আমি জানি যে ফরেক্স কম বেশি সব দেশে আছে । ফরেক্স এমন একটা ব্যবসা যে এটা সব দেশের জন্য দরকার । কেননা এই ব্যবসদার মাধ্যমে একদেসের টাকা অন্য দেশে ক্রয় বিক্রয়ের মাধ্যমে ফরেক্স থেকে টাকা আয় করা যায় এবং সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় । ফরেক্সে কাজ করার মাধ্যমে অনেক কিছু শেখা ও জানা যায় । এজন্য ফরেক্স সব দেশে আছে বলে আমি মনে করি ।