Name: Screenshot 2025-12-29 171328.jpg Views: 118 Size: 49.6 KB
২০২৫ সাল স্মার্টফোনের ইতিহাসে আলাদা করে মনে রাখার মতো এক বছর। এই বছর ফোন আর শুধু ক্যামেরা, ব্যাটারি বা পাতলা নকশার প্রতিযোগিতায় আটকে থাকেনি। স্মার্টফোন মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা— এমন এক বাস্তবতা সামনে এনে দিয়েছে ২০২৫। সংক্ষেপে বললে, এটি ছিল ‘এআই ফোন’-এর বছর।
বছরজুড়ে বাজারে আসা প্রায় সব স্মার্টফোনের আলোচনার কেন্দ্রে ছিল এআই। নতুন প্রসেসর, উন্নত ক্যামেরা সেন্সর কিংবা আকর্ষণীয় নকশা— সবই ছিল। তবে এগুলোকে ছাপিয়ে গেছে সফটওয়্যারভিত্তিক বুদ্ধিমত্তার ব্যবহার। ফোন কেবল যন্ত্র নয়, ধীরে ধীরে হয়ে উঠেছে ব্যবহারকারীর সহকারী।
বছরের শুরুতেই আলোচনায় আসে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা। অনেকেই এটিকে আখ্যা দেন ‘আলটিমেট অ্যান্ড্রয়েড ফোন’ হিসেবে। শক্তপোক্ত নকশা, এস পেনের উপস্থিতি ও উন্নত ক্যামেরা থাকলেও সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এআই ব্যবহারে।